বিকাল ৩:২৪,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরের আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্ধোধন

রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর:
জগন্নাথপুর পৌর শহরের হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত শহীদ মিনারের উদ্ধোধন আজ রোববার অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ সদস্য সাবিনা আনোয়ার আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগ নেতা আলাউর রাহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজিত রায়, সাংবাদিক আবদুল হাই,অমিত দেব,কাউন্সিলর ছমির আলী, সাবেক কাউন্সিলর লালন মিয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গুরুপদ সূত্রধর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রানী সেন, হলদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বতী রায়,আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা বেগম, সঞ্চিতা গোঘ,মাধবী দেবনাথ,উমা তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বকুল গোপ, রজত গোপ,ছাত্র লীগ নেতা নাসির আহমদ, তরুণ সমাজসেবী ফজলুর রহমান,রাজিব চৌধুরী,আছকির আলী,কাজল দেবনাথ উপস্থিত ছিলেন।
উদ্ধোধন শেষে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করায় জেলা পরিষদ সদস্য সাবিনা আনোয়ার কে ধন্যবাদজানান।সেই সাথে বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল নির্মাণের জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।