বিকাল ৩:২১,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গো‌বিন্দগঞ্জ পল্লী‌বিদ‌্যুৎ গ্রাহকের দাবি বাস্তবায়‌ন করার জন্য লিখিত অভিযোগ

ছাতক প্রতি‌নি‌ধি:
ছাত‌কে গো‌বিন্দগঞ্জ নিযা‌তিত বিদ‌্যুৎ গ্রাহক‌দের ৫‌টি অ‌ভি‌যোগ পল্লী‌বিদ‌্যুৎ অ‌ফি‌সে তিন‌দি‌নের ম‌ধ্যে বাস্তবায়‌ন করার দা‌বি‌তে লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন গো‌বিন্দগঞ্জ নির্যাতিত বিদ‌্যুৎ গ্রাহক‌রা।
তারা অ‌ভি‌যো‌গে উ‌ল্লেখ‌্য ক‌রেন,সংস্কার কা‌জের না‌মে ১২ঘন্টা বিদ‌্যুৎ বন্ধ.নির‌বিচ্ছিন্ন বিদ‌্যুৎ সরররাহ নিশ্চিত করন,ভুতু‌ড়ে বিল প্রদান থে‌কে বিরত থাকা,পল্লী‌বিদ‌্যুৎ অ‌ফি‌সে গ্রাহক হয়রা‌নি বন্ধ করা,অ‌ফি‌সে যো‌গা‌যোগ কর‌লে কন্ট্রাক নাম্বার রিং ক‌রে গ্রাহক‌দের স‌ঙ্গে অশালীন আচরন বন্ধ সহ ৫‌টি অ‌ভি‌যোগ ক‌রেন।
গো‌বিন্দগঞ্জ নিযা‌তিত বিদ‌্যুৎ গ্রাহক‌রা উ‌দ্দ্যো‌গে গত সোমবার সন্ধ‌্যায় গো‌বিন্দগঞ্জপল্লী বিদ‌্যুৎ জোন অ‌ফিস হল রু‌মে গো‌বিন্দগঞ্জ নিযা‌তিত বিদ‌্যুৎ গ্রাহক‌দের স‌ঙ্গে এক আ‌লোচনা সভা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। এসময় নিযা‌তিত গ্রাহকরা ৫‌টি অ‌ভি‌যোগ তিন‌দিনের ম‌ধ্যে বাস্তবায়ন না কর‌লে
রাজপথ অব‌রোধে কমসু‌চি ঘোষনা ক‌রেন তারা। এসব দা‌বি অ‌ফিস কতৃপক্ষ তিন‌দি‌নের ম‌ধ্যে বাস্তবায়‌নের প্রতিশ্রু‌তি দেন।
গো‌বিন্দগঞ্জপল্লী বিদ‌্যুৎ জোন অ‌ফিস হল রু‌মে আ‌লোচনা সভায় নিযা‌তিত গ্রাহক‌দের প্রতি‌নি‌ধি হিসা‌বে অংশ গ্রহন ক‌রেন তারা হ‌লেন সদরুল আ‌মিন সোহান,সা‌বেক মেম্বার আলী আশরাফ তা‌হিদ,নজমুল হো‌সেন,রইছ আলী, বুরহান উ‌দ্দিন,শিক্ষক মিজানুর রহমান খান,পংকজদত্ত,রেজ্জাদ আহমদ,মেম্বার আলকাব আলী,ক‌বিব আহমদ,মুস্তা‌ফিজুর রহমান লা‌য়েক,মু‌জিবুর রহমান,সালমান প্রমুখ। বক্তারা জানান,তিন‌দি‌নের ম‌ধ্যে গ্রাহক‌দের গ্রাহক হয়রা‌নি,লোড‌শেড়িং সমস‌্যা সমাধা‌নের প্রতি‌শ্রু‌তি দি‌য়ে‌ছে। এছাড়া জীবনে লোডশেডিং এখন প্রায় অপরিচিত হলেও গ্রামে যেন নিত্যদিনের ঘটনা। আর গ্রামের বৈষম্যের পাশাপাশি ইচ্ছাকৃত বিদ্যুৎ বন্ধ করে রাখার অভিযোগ রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে। তবে পরিস্থিতি যাই হোক এত এত বিদ্যুৎ উৎপাদনের মধ্যেও লোডশেডিং নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কেউ মুখ খুলতে চান না।

আরইবি’র দায়িত্বশীলরা লোডশেডিং নিয়ে কথা বললেও বলছেন অফ দ্যা রেকর্ড বা নাম প্রকাশ না করার শর্তে। তারা বলছেন, নিজেদের বিতরণ দুরবস্থার কারণেই বেশিরভাগ লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন,তারা জা‌নেন না বন্ধ থাকার ঘটন‌াটি । ত‌বে আজ থে‌কে বিদ্যুৎ সরবরাহ দ্রুত সরবরাহ ব্যবস্থা ও মানের দিকে নজর রাখবেন। এতে এখন এসে বিপত্তিতে পড়তে হচ্ছে। কিন্তু সেই বিদ্যুৎ কতক্ষণ মানুষের বাড়ি থাকছে আর কতক্ষণ মানুষ বিদ্যুৎহীন কাটাচ্ছেন সেদিকে নজর দেয়া হচ্ছে না।