সকাল ৯:২৪,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা

তাহিরপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তাহিরপুর উপজেলার বঙ্গবন্ধু অডিটোরিয়ামে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
সভায় আরও বক্তব্য রাখেন, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান খসরুল আলম, বালিজুরী ইউপি চেয়ারম্যান আব্দুল জহুর, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফনিভূষণ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদ আহবায়ক সুবাস পুরকায়স্থ, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।