রাত ৩:৩৪,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতাউর রহিম সায়েমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে এ মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি সিলেটভয়েসকে নিশ্চিত করেছেন চীফ জুডিশিয়াল আদালতের নাজির এনাম আহমদ।
ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অপমানজনক পোস্ট করায় মামলা দায়ের করেন জাতির জনক বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. ইকরাম আলম।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সিআরপিসি এর ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামীর বিরুদ্ধে অভিযোগ আমল গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত আতাউর রহিম সায়েম (২৩) বিভিন্ন সময় ও তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও অপমানজনক পোস্ট ও বক্তব্য প্রদান করে। তাকে কুরুচিপূর্ণ ও অপমানজনক পোস্ট না করার জন্য অনুরোধ করলে উল্টো হুমকি প্রদান করে। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. ইকরাম আলম মামলা দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১ ও ২৫ ধারায় মামলা করা হয়।