রাত ১১:২০,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় এ প্রতিযোগিতার যৌথভাবে আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সুনামগঞ্জ শিশু একাডেমি। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার শিল্পী রানী মোদক, জেলা শিল্পকলার কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন চৌধুরী ও কবি রুনা লেইছ।
পরে আজ মঙ্গলবার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় সভায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।