বিকাল ৩:৩২,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জন্ম সনদে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের উদ্যোক্তা ও ইউনিয়ন সচিব কর্তৃক জন্মনিবন্ধন সনদে হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে মানবন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আন্দোলনকারী অভিযোগ করেন, টাকা ছাড়া কোনো ধরনে সেবা পাওয়া যায়না ইউনিয়ন পরিষদে। জন্মনিবন্ধন সনদ পেতে মাসের পর মাস হয়রানি স্বীকার হতে হয় তাদের। জন্মনিবন্ধন সনদ পেতে হলেও বসতবাড়ীর হোল্ডিং ট্র্যস্কের কাগজ ছাড়াও বিভিন্ন অজুহাতে শত শত টাকা নেয়া হয়। ইউনিয়নের উদ্যোক্তা এবং ইউনিয়ন পরিষদের সচিব মিলে দিনের পর দিনের পর দিন অনিয়ম দুর্নীতির মহোৎসব করলেও যেন দেখার কেউ নেই। অবিলম্বে উদ্যেক্তা ও সচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।
প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট নাগরিক আব্দুল করিমের সভাপতিত্বে ও শিক্ষার্থী জাহিদ হাসান পাপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, মেজবাউল গণি সুমন, হযরত আলী, সিরাজুল ইসলাম শিপন, জয়নাল আবেদীন, রেজাউল গণি, মানিক মিয়া, মাজহারুল গণি শামীম, আব্দুল মুকিত আকাশ, জসিম উদ্দিন,মোহাম্মদ আলী, শিক্ষার্থী মুহিবুর রহমান পরান, ছাবিনা আক্তার,সোনিয়া,পপি বেগম প্রমুখ।

অভিযোগের ব্যাপারে ইউনিয়নের সচিব শামছুল আলমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম বীর প্রতিক বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়েছি। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যথাযত কতৃপক্ষের নিকট সুপারিশ করবো।