রাত ১১:৫৭,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ’ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

ভার্চুয়াল প্লাটফমে এনআইএলজি’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিন ব্যাপি ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ’ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৯ মার্চ) সকালে জেলা প্রশাসেকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের জন্য “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ” প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ।
প্রশিক্ষণ কোর্সে জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সংযুক্ত ছিলেন। প্রশিক্ষণ কোর্সটি ০৯-১১ মার্চ তিন দিন ব্যাপি অনুষ্ঠিত হবে।