রাত ৯:৩৫,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আজ জেলা আ. লীগেরবিশেষ বর্ধিত সভার, আসবে নতুন সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার:

ইউপি নির্বাচনে আওয়ামী লীগে ভরাডুবি ও দলীয় কাঠামো ফিরাতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে ঢেলে সাজাতে আজ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ মার্চ ) সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে এ বর্ধিত সভা। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে থাকবেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুশফিকুর রহমান চৌধুরী, আ.লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম।
জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

আগামী অক্টোবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে দলকে তৃণমূলে চাঙা করতে এ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বর্ধিত সভার ব্যাপারে নিউজসুনামগঞ্জডটকমকে জানান, বর্ধিত সভা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া জেলা কমিটির সব নেতা, উপজেলা/থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
তিনি আরও জানান, সভায় এসব জেলা থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

ব্যারিস্টার ইমন বলেন, বর্ধিত সভায় দল পরিচালনায় দিক নির্দেশনা আসবে। নির্বাচনের পর দলীয় নেতাকর্মীরা এ বর্ধিত সভার মাধ্যমে চাঙ্গা হবেন। সভায় দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণ সক্রিয় করতে আলোচনা, ডেটাবেজ তৈরি, মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে আলোচনা হবে।

বর্ধিত সভায় আগতদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছেও বলে জানা গেছে।