বিকাল ৩:৪০,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফসল রক্ষা বাঁধে দুর্নীতি তদন্ত শুরু

ধর্মপাশা প্রতিনিধি:
হঠাৎ করে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৬ উপজেলার ১০ থেকে ১২ হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় হাওরের বাঁধের কাজের অনিয়ম দুর্নীতি তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত দল ধর্মাপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে তদন্ত করতে যান পানি সম্পদ মন্ত্রণাল কতৃক গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
ধর্মাপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, হাওরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাঁধ আমরা পরিদর্শন করছি। ইতিমধ্যে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর পরিদর্শন করেছি।
আমরা স্হানীয় লোকদের সাথে কথা বলেছি। আমরা বুঝার চেষ্টা করেছি কেন এই অসময়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হল। তদন্তের স্বার্থে সব কিছু বলা যাবে না। আমরা যা পাবও তাই তদন্ত প্রতিবেদনে ওঠে আসবে। তদন্তে কারো অনিয়মের সংশ্লিষ্টতা পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্হা। আমরা যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিব।
পানি সম্পদ মন্ত্রণালয় কতৃক গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক মাহববুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়াত উল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোবাশশেরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়োয়ার উল হালিম।

এছাড়াও সুনামগঞ্জ জেলা প্রশাসক সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেনকে প্রধান করে ৫ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই তদন্ত কমিটিও তাদের তদন্ত কাজ চলমান রয়েছে।