সকাল ৮:৪৮,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নার্সের অবহেলায় নবজাতক শিশু মৃত্যুর অভিযোগ

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
কর্তব্যরত নার্সের অবহেলায় দুই মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। শনিবার (৭ মে দুপুরে) সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এঘটনা ঘটে। তবে চিকিৎসকরা জানান, শিশুটা নিমোনিয়ায় মারা গেছেন।
নিহত শিশু হল, সদর উপজেরার মোল্লাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের সিদ্দীক আলীর দুই মাস বয়সি ছেলে জিসান। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।

শিশুর স্বজনরা জানায়, হঠাৎ শিশু জিসানের শরীরের হালকা ঝড় উঠলে তাকে ডাক্তার দেখানোর জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক না থাকায় নার্স শিশুটিকে দেখেই ক্যানেলা লাগিয়ে হাতে এবং পায়ে একাধিক ইনজেকশন দেন।
এর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়। স্বজনরা নার্সকে শিশু মারা যাওয়ার বিষয়টি জিঙ্গেস করলে নার্স স্বজনদের সাথে খারাপ আচরণ করেন।

শিশুর চাচা আনোয়ার হোসেন বলেন, দুপুরে জিসানের শরীরে ঝড় উঠলে তার মা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার না পাওয়ায় নার্স শিশুটিকে দেখে ক্যানেলা লাগিয়ে হাতে পায়ে কয়েকটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরেই আমার ভাতিজা মারা যায়। মারা যাওয়ার পর নার্স আমাদের সাথে কারাপ আচরণও করেছেন।

শিশুর মা আজিরুন নেছা বলেন, আমার ছেলেটা নার্সের অবহেলায় মারা গেছে। নার্সে কী ইনজেকশন দিলো যে একটু সময়ের মধ্যে মারা গেলো বলে কান্নায় ভেঙে পড়ে আর কথা বলতে পারেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনিরুজ্জামান খান বলেন, স্বজনরা এখনো কোনো অভিযোগ করেনি। তবে ডাক্তাররা জানিয়েছেন শিশুটি নিমোনিয়ায় মারা গেছে।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনিছুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিচ্ছি।