সকাল ৮:৪৯,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভোক্তা অধিকারের অভিযান, বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

স্টাফ রিপোর্টার:
ছাতক উপজেলার গবিন্দগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অধিক মূল্যে ভোজ্য তেল বিক্রি দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
রোববার (১৫ মে) দপুরে জেলার ছাতক উপজেলার গবিন্দগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়।
সুনামগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো.শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা
করেন।
অভিযানে অধিক দামে ভোজ্য তেল বিক্রি ও মূল্য তালিকা এবং মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে গবিন্দগঞ্জ বাজারের হাজী আব্দুল কদ্দুস সুপার সন্সকে ২০ হাজার টাকা,উসমান পোল্টি ফিডকে ২০হাজার টাকা ও আল আমিন ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো.শফিকুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দোকানিকে সতর্ক করতে এ জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের অভিযান সব সময় অব্যাহত থাকবে। র‌্যাবের একটি দল ছিল ভোক্তা অধিকারের অভিযানে সহায়তাকারি হিসেবে।