সকাল ৯:০৯,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সামনে নির্বাচন সরকার চালের দাম কোনভাবেই বাড়তে দিবে না :খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বোরো ধানের যে ক্ষতি হয়েছে তা সারা বাংলাদেশের হিসাবে ভালো করে ১শতাংশও হবে না। তবে আমরা সুনামগঞ্জে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়ে সেই হিসাবে কৃষকরা গুদামে ধান দিবেন। তবে আমাদের কৃষক ভাইদের প্রতি অনুরোধ ধান গুলি শুকিয়ে ১৪% আদ্রতার মধ্যে নিয়ে এসে ধান দিবেন। যারা কৃষক তালিকায় আছেন তাদের কাছ থেকে খাদ্য কর্মকর্তারা ধান সংগ্রহ করবেন যদি কেউ ধান না নেয় তাহলে আমাকে জানাবেন আমি তার চাকরী রাখবো না।
রোববার (১৫ মে) সন্ধায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে বোরো ধান ও চাল সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী চাল মিল মালিকদের উদ্দেশ্যে বলেন, চাল আপনারা বলেছেন বরাদ্দ বাড়াতে সেটা আমরা মাথায় রাখবো, আপনাদের প্রতি অনুরোধ বাজারে চালের ঘাটতি তৈরি করবেন না কিছুদিন আগেও চালের দাম বাড়াতে একটা অপেচষ্টা করা হয়েছিল কিন্তু তারা পারে নাই তাই আপনাদের বলে দিতে চাই চাল আমাদের কাছে অনেক মজুদ আছে তারপরও যারা চাল মজুদ করে বাড়াতে চাইবেন তাদের বলে দেই সামনে নির্বাচন সরকার কোনভাবেই চালের দাম আর বাড়তে দিবে না।

মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, সুনামগঞ্জের ধান শুকানো জায়গা নেই বলেছেন, আমি এখানে ৮-১০ টি ধান শুকানোর পেডি সাইলো নির্মাণ করে দিবও। যেখানে কৃষকরা ধান নিয়ে আসবেন আমরা সেটিকে ১ ঘন্টার মধ্যে ১৪ শতাংশ আদ্রতায় নিয়ে আসবো যাতে কৃষকদের গুদামে ধান দিতে সমস্যা না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকের উপকার হবে এমন কাজ আমরা আরও হাতে নিব, সুনামগঞ্জে গুদাম সংকট বলা হয়েছে এটিও আমরা বিবেচনাধীন রাখলাম।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খাদ্য সচিব নাজমানারা খাতুন, সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।