সকাল ৬:২৬,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে মারা গেছে তিন শিশু

তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুরে বাদাম তুলতে গিয়ে আকষ্মিক বজ্রপাতে একই গ্রামের তিন শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টার দিকে এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।

নিহত শিশুরা হলো, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের শিশু কন্যা তাওহিদা (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা( ১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল ( ১১)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন।
গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের তাহিরপুর উপজেলা সদর হাসপাতাল ও স্হানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট বড় প্রায় ১১ জন গ্রাম সংলগ্ন বাদাম ক্ষেতে বাদাম তুলতে যান।
বাদাম তুলার একপর্যায়ে হঠাৎ দিন অন্ধকার করে বিকট শব্দে আকষ্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায় এবং হাসপাতালে নেয়ার পথে মারা যায় এক শিশু। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্হানীয় ইউপি সদস্য জানান, এ ঘটনায় আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

বজ্রপাতে শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করে তাহিরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।