সকাল ৬:৩০,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে বন্যার পানির চাপে ভেঙে গেছে ব্রীজ

স্টাফ রিপোর্টার:
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাম নগের বন্যার পানির চাপে ব্রীজ ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের এ ব্রীজটি ভেঙে যায়।

জানা যায়, বিগত কয়েক দিনের বৃষ্টি পাত ও ভারতীয় পাহাড়ি ঢলের পানি চাপে প্রথমে ব্রীজটিতে ফাটল দেখা দেয়। পরে এক পর্যায়ে পানির চাপে ব্রীজটি ভেঙে পড়ে। এতে করে সুনামগঞ্জ দোয়ারাবাজারের একাংশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এই ব্রীজ বর্তমানে পানির কারণে কোনও ভাবেই মেরামত করা সম্ভব নয়৷ তাই বিকল্প ব্যবস্হা হিসেবে জরুরি ভাবে লোকজনের চলাচলের জন্য নৌকা দিয়ে পাড়া পাড়ের ব্যবস্হা করবে উপজেলা প্রশাসন।

দোহালিয়া ইউনিয়নের বাসিন্দা কদ্দুস মিয়া বলেন, হঠাৎ করে এই পাকা ব্রীজটি ভেঙে যাওয়ায় আমাদেরকে অনেক দুভোর্গ পোহাতে হবে। আমরা এই ব্রীজ দিয়ে দোয়ারাবাজার হয়ে সরাসরি ছাতক যাতায়াত করি। এ দিকে ব্রীজের অপর পারের লোকজন এই সড়ক দিয়ে সুনামগঞ্জ যাতায়াত করেন তাদেরও পড়তে হবে ভোগান্তিতে।

দোয়ারাবাজার নির্বাহী কর্মকর্ত (ইউএনও) দেবাংশু কুমার সিংহ জানান, আমরা সাময়িক ভাবে লোকজনের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্হা করবও। এখন বন্যার পানি না কমলে এই ব্রীজ মেরামত বাা সংস্কার করা সম্ভব নয়। ইতি মধ্যে উপজেলা এলজিইডির লোক ভেঙে যাওয়া ব্রীজের স্হান পরিদর্শন করেছেন।