সকাল ৭:০১,   বৃহস্পতিবার,   ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী খায়রুল হুদা চলপ

স্টাফ রিপোর্টার:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সদরে খায়রুল হুদা চপল।

বুধবার (৫ জুন) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ।

বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান
খায়রুল হুদা চপল ৩৬ হাজার ৩শ ১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দি ফজলে রাব্বি স্মরণ আনারস প্রতিক নিয়ে ২৫ হাজার ৪শ ৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

অপর প্রার্থী যুবলীগ নেতা অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু ১৬ হাজার ৬ শ ২০ ভোট পেয়েছেন।

বেসরকারি ভাবে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ফেদাউর রহমান। তিনি মাইক প্রতিক নিয়ে ৩৩ হাজার ৬শ ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি আবুল হোসেন তালা প্রতিকে ২১ হাজার ৮শ ৫৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন নিগার সুলতানা কেয়া তিনি বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ২৯ হাজার ৪ শ ৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চম্পা বেগম ফুটবল প্রতিক নিয়ে ২১ হাজার ২শ ৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সহকারী রিটানিং কর্ককর্তা মৌসুমী মান্নান এ ফলাফল ঘোষণা করেন।