সকাল ৭:২৮,   বৃহস্পতিবার,   ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্যাদুর্গতদের পাশে দাড়াতে ছুটি শেষ না করেই যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন মেয়র নাদের

স্টাফ রিপোর্টার:
ছেলের চিকিৎসা না করিয়েই বন্যাদুর্গতদের পাশে দাড়াতে ব্যাক্তিগত সফর সমাপ্ত করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

আগামী (শনিবার ২২ জুন) দেশে ফিরবেন পৌর মেয়র নাদের বখত।

মুঠোফোনে এ তথ্য পৌরসভার হিসাব রক্ষক পার্থ প্রতিম দাস।

যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তিনি শহরবাসীর সার্বিক খোঁজ খবর নিয়েছেন। একই সাথে ঈদের ছুটি থাকার পরও তিনি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বন্যা দুর্গতের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। একই বন্যা দুর্গতদের যাতে ভোগান্তি কম হয় সে জন্য তিনি সকল ধরনের পদক্ষেপ নেয়া জন্য বলেছেন পৌরসভার কর্মকর্তাদের।
আজ বুধবার (১৯ জুলাই) পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

তিনি গত (১ জুলাই) স্হানীয় সরকার মন্ত্রনালয় থেকে ছুটি নিয়ে ছেলের চিকিৎসা ও পরিবারের সাথে ঈদ উল আজহা উদযাপনের জন্য যুক্তরাজ্যে যান।

কিন্তু হঠাৎ করে সুনামগঞ্জ বন্যা আক্রান্ত হওয়ায়। তিনি ছেলের চিকিৎসা না করিয়েই পরিবারের সদস্যদের দায়িত্ব দিয়ে দেশে চলে আসছেন।