সকাল ১০:২৩,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

এসএসসি: সুনামগঞ্জে ফলাফলে সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে ২০২০ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফলাফলে এবারও প্রথম হয়েছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। রোববার সকালে ফলাফল প্রকাশ পাওয়ার পর সুনামগঞ্জ জেলায় পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ। যার মধ্যে শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৫.৫৬ শতাংশ।
বিদ্যালয় সূত্রে জানাযায়, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এবছর ২৪৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। যার মধ্যে ২৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন এবং অকৃতকার্য হয়েছেন ১১ জন। এবছর এ বিদ্যালয়ে মোট জিপিএ-৫ এসেছে ৪৬টি। এছাড়া জিপিএ-৪ এর মধ্যে ১১২ জন, জিপিএ-৩ এর মধ্যে ৭৭ জন ও জিপিএ-২ এর মধ্যে ২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুর রহমান বলেন, এটা খুব আনন্দের সংবাদ জেলার মধ্যে প্রথম আমাদের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় হয়েছে। আমি এসএসসি পরীক্ষায় কৃতকার্য হওয়া সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় এবার ২৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৫৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ।