রাত ২:১৮,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

করোনার হটস্পট সুনামগঞ্জ

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জে দুই দিনের ব্যবধানে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে চিকিৎসক, নারী ও শিশু রয়েছেন। বলা হচ্ছে, ঢাকা, নারায়নগঞ্জ ফেরত লোকজনের কারণে সিলেট বিভাগে করোনা ভাইরাসের হটস্পটে পরিণত হচ্ছে সুনামগঞ্জ জেলা। শুক্রবার রাত পর্যন্ত প্রায় তিন শতাধিক নমুনা জমা ছিল সিলেট ল্যাবে ফলাফলে অপেক্ষায়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার সদর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারা, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকসহ ২জন, শাল্লায় হাসপাতালের চালকসহ ৩জন, দক্ষিণ সুনামগঞ্জে ২জন, জামালগঞ্জে শিশুসহ ২জন, ছাতক উপজেলায় ২জন, দিরাই উপজেলায় ১জন, জগন্নাথপুর উপজেলায় ১জন ও দোয়ারাবাজার উপজেলায় ১ জন করোনাভাইরাসে সনাক্ত হয়েয়েছেন।
আক্রান্তদের মধ্যে অনেকেই ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত আছেন।
এদিকে জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ১২৭১জন। তবে করোনা আক্রান্তদের মধ্যে কেউ এখনো মারা যায়নি।
শুক্রবার ২৭জনসহ সিলেট ২৬৫জনের নমুনা পরীক্ষার ফলাফর অপেক্ষমান আছে। ধারণা করা হচ্ছে, ফলাফলে অনেকের পজেটিভ আসতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে, করোনায় আক্রান্ত রোগীদের পরিবারের অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংস্পর্শে অনেকের করোনা ছড়িয়ে পড়তে পারে।
শাল্লা উপজেলার সাংবাদিক জয়ন্ত সেন বলেন, রাতের আধাঁরে হাওরের রাস্তা ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চল লোকজন সুনামগঞ্জে আসছে। এসব লোকজন প্রবেশ করায় আমরা কতটা নিরাপদ। ইতিমধ্যে কয়েকজন আক্রান্ত হওয়ায় আমরা আতঙ্কে।
ধরমপাশা উপজেলার আব্দুর রশিদ বলেন, ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত লোকদের কারণে আমরা ভয়ে আছি। প্রশাসন যদি তাদের নিয়ন্ত্রণে করতে না পারে অবস্থা ভয়াবহ হবে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, যেহেতু ১৪জন আক্রান্ত হয়ে গেছে, তাই লোকজনকে নিরাপদে থাকতে হলে যে কোনভাবে ঘরে থাকতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশনে নেয়া হয়েছে। তাদের পরিবারেরও নমুনা সংগ্রহ করবো।