রাত ৮:২২,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জনসমাগম এড়াতে বাসার সামনে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার :
সারা বিশ্বে মহামারি করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়ছে মানুষ। বাদ যায়নি বাংলাদেশও। সরকার থেকে কড়া নির্দেশ, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার। মহান স্বাধীনতা দিবসে জনসমাগম এড়াতেই আগেই সরকার পক্ষ থেকে অধিকাংশ কর্মসূচি বাতিল করা হয়।
সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সরকারের নির্দেশনা মেনে অনেকটা স্বেচ্ছায় গৃহবন্ধী আছেন। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে সচেতনতা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসে শহরের হাসন নগরে নিজের বাসার সামনেই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্য নিয়ে। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কোন নেতাকর্মী সঙ্গে নেন নি তিনি।
এসময় স্ত্রী ব্যারিস্টার ফারাজানা শিলা ও কন্যা রাবিপ্রিয়া উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। মহান স্বাধীনতা দিবসের অধিকাংশ কর্মসূচি স্থগিত করা হয়েছে। জনসমাগত এড়াতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য সুনামগঞ্জবাসীকে আহবান জানাই।