সকাল ৬:২৫,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

করোনা সচেতনতায় কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের প্রচারণা

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস রোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ। আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান করছে তারা।
বুধবার (১৮মার্চ) সকালে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস্টেশন থেকে সাধারন মানুষের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধক লিফলেট বিতরন শুরু হয়ে আলফাত স্কায়র পয়েন্ট, নতুন কোর্ট পয়েন্ট, পৌর বিপণী পয়েন্ট, জামাই পাড়া পয়েন্টসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট চলাচল করা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, জেলা রোভারের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাস গুপ্ত, মো.লুৎফুর রহমান, জাওয়াদ ইয়াছির, মো.সাজিদুর রহমান সাজু, মো.সানোয়ার আহমেদ, মারুফ আল মারজান, আসিফ মিয়া, হাসিবুর রহমান রিফাত, জুবেল আহমেদ, আবিদ হাসান সানী প্রমুখ।