রাত ৪:৩৫,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

করোনা : সুনামগঞ্জে জুমার নামাজে বিশেষ মোনাজাত

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সুনামগঞ্জে জুমার নামাজে বিশেষ মোনাজাতে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করা হয়েছে। একইসাথে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
দুপুরের পর থেকেই সুনামগঞ্জ শহরের মসজিদে আসতে শুরু করেন মুসুল্লীরা। জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদ সহ সব মসজিদে করোনা থেকে পরিত্রাণে দোয়া করা হয়। দোয়ায় আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা।
এর আগে খুতবায় ভয়াবহ ভাইরাস থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়। তবে অন্য দিনের তুলনায় আজকে মসজিদ গুলোতে তুলনামূলকভাবে মোসল্লিদের সংখ্যা বেশি ছিল।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক লিফলেট ৫বার পাঠ করার জন্য মসজিদের ইমামদের অনুরোধ করা হয়। এছাড়া নামাজ শেষে বিশেষ প্রার্থণার করারও নির্দেশ দেয়া হয়।