রাত ২:১৮,   রবিবার,   ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কানাইখাল নদী খননের জন্য মেগা প্রকল্প নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী

জামালগঞ্জ প্রতিনিধি :
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, কানাইখাল নদী খননের জন্য মেগা প্রকল্প নেওয়া হয়েছে।কানাইখাল ভরাট হওয়ার কারণে কৃষকের ১০ হাজার হেক্টর জমি জলাবদ্ধতায় থাকে খুব শীঘ্রই এ সমস্যা দূর হবে। সরকার যে কোন দূর্যোগে কৃষকের পাশে দাড়াবে। হাওর অঞ্চলের কৃষকের ফসল রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম সহ্য করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে।
শনিবার সকালে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওড়ের ২৪ নম্বর পিআইসির ফসলরক্ষা বাঁধের কাজ ও কানাইখাল নদী পরিদর্শন শেষে ফেনারবাক গ্রামের পশ্চিম মাঠে স্থানীয় কৃষক ও জনসাধারণের সাথে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফেনারবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল চৌধুরীর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা শাহরিয়ার চৌধুরী বিপ্লবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম, উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলী।