রাত ৮:২৪,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চপলের ব্যক্তিগত উদ্যোগে ইমাম, মোয়াজ্জিন ও শ্রমিকদের সহায়তা

স্টাফ রি‌পোর্টার :
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের ব্যক্তিগত উদ্যোগে ঘরবন্দি সমাজের ৪ শতাধিক অসহায় ইমাম মোয়াজ্জিন ও ইজিবাইক শ্রমিকদের মানুষের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা দেয়া হ‌য়ে‌ছে।
শনিবার শহরের মল্লিকপুরস্থ সদর উপজেলা পরিষদের প্রাঙ্গণে সংগঠনের নেতৃবন্দের হাতে পণ্য সামগ্রী তোলে দেয়া হয়।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের পক্ষে খাদ্য সামগ্রী তোলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, উপদেষ্টা মাওলানা আতাউর রহমান লস্কর, সহ সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসাইন, জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা সোহেল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান ও রয়েল আহমদ প্রমুখ।