ভোর ৫:২৮,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে বন্দুকসহ আটক একজন

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নেব সৈয়দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাইদুল হক নামের এক যুবককে অস্থসহ আটক করেছে পুলিশ। আটককৃত যুবক সৈয়দপুর এলাকার ফয়জুল হকের ছেলে।
বুধবার (৫আগষ্ট) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে সৈয়দপুর এলাকা থেকে সাইদুল হককে একটি কালো রংয়ের বন্দুকসহ থানা পুলিশ গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) রাজিব আহমদ জানান, এব্যাপারে জগন্নাথপুর থানায় অস্ত্রে আইনে মামলা হয়েছে।
প্রসঙ্গত, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসান এর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন গত রবিবার বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।