রাত ৪:১৭,   রবিবার,   ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ ও ধর্মপাশার ফসলরক্ষা বাঁধের কাজে বিভাগীয় কমিশনারের ক্ষোভ

জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার ফসলরক্ষা বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
বুধবার সকালে জামালগঞ্জ উপজেলার ২২ নং পিআইসি মুচিবাড়ীর ক্লোজার ও ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের বদরপুরের ক্লোজার, শয়তান খালীর ১২৪ ও ১২৫ নং পিআইসি কম্পেকশন কাজ সঠিকমতো না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হ্যামার নিয়ে প্রশিক্ষণ দেন লেবারদেরকে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, ধর্মপাশা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, জামালগঞ্জ কৃষি কর্মকর্তা আজিজুল হক, মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার পাল, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ।