বিকাল ৫:১৩,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ডা. মঈন উদ্দিন ছিলেন গরীব মানুষের ডাক্তার : এমপি মানিক

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমদ ছিলেন করোনা যুদ্ধে শহিদ হওয়া দেশের প্রথম ডাক্তার। গরীব ও মেহনতী মানুষের ডাক্তার হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে এলাকা তথা সিলেটবাসী একজন খ্যাতিমান ব্যক্তিকে হারিয়েছেন।
শুক্রবার ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন ডা. মঈন উদ্দিন আহমদ স্মৃতি সংসদ’র উদ্যোগে তার মাগফেরাত কামনায় বন্যার্ত অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।
উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে ও শহিদ ডা. মঈন উদ্দিন আহমদ স্মৃতি সংসদ’র সাধারণ সম্পাদক আবুল কাশেম ফজলুল হকের পরিচালনায় নাদামপুরস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, স্মৃতি সংসদ’র উপদেষ্টা অধ্যাপক খছরুজ্জামান, ফজরুল হক এনাম। বক্তব্য রাখেন উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, স্মৃতি সংসদ’র উপদেষ্টা এড. আলা উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, সাবেক ইউপি সদস্য আছকির আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে এলাকার ২৭০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।