দুপুর ১২:১৬,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে আ’লীগের প্রস্তুতি সভা: একাংশের বর্জন!

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। এদিকে প্রস্তুতি সভাটি বর্জন করেছে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হায়দার চৌধুরী লিটন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন. উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ-সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সদস্য লুৎফর রহমান লাকসাব, আবদুল হাই কালাচাঁন, আওয়ামী লীগ নেতা নুরুল হক মাষ্টার, বাবুল মিয়া, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপদেষ্টা ইউপি চেয়ারম্যান আব্দুজ জহুর, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জুনাব আলী, যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তুষা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাসান আলী, দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুল রশিদ, তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, মঈনুল হক প্রমুখ।
সভার শুরুতেই প্রয়াত তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা।
প্রস্তুতি সভা বর্জনের বিষয়য়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মর্তুজার সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ২০১৪ সালের ১৫ ডিসেম্ভর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। আর কমিটি অনুমোদন পায় ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারী । কমিটি গঠনের পর থেকেই নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান কিংবা কোরাম পূরণ করে কোন সভা করেনি। সভাপতি আবুল হোসেন খান তাহিরপুর সীমান্ত এলাকায় এবং সাধারণ সম্পাদক অমল কান্তি সুনামগঞ্জ জেলা সদরে বসবাস করেন। তাদের কারোরেই উপজেলার তৃনমূল নেতৃবৃন্দের সাথে কোন রকম যোগাযোগ নেই বললেই চলে। এছাড়াও তাদের দুজনের বিরুদ্ধেই দুর্নিতি দমন কমিশনে মামলা তদন্তাধীন রয়েছে। তাই তাদের আহ্বানে কোন সভা সেমিনারে আমাদের যাওয়া ঠিক হবে না বলেই আমরা প্রস্তুতি সভায় অংশ গ্রহন করিনি।