সকাল ৮:১৭,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারণা

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা মূলক লিফলেট বিতরণে মাধ্যমে প্রচারনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। সোমবার সন্ধ্যায় তাহিরপুর বাজারের ব্যবসায়ী ও আগত ক্রেতাদের মাঝে এ সমস্ত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটের বিষয়বস্তু ছিল, অসুস্থ হয়ে পড়লে করণীয়, কিভাবে ছড়ায়, করোনা ভাইরাস/নোভেল করোনা ভাইরাস কী? কখন সন্দেহ করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন? আপনি কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন? ইত্যাদি পয়েন্টগুলোতে নানান উদাহরণ দিয়ে লিফলেটগুলোকে সাজানো হয়েছে।
লিফলেট বিতরনকালে সাথে ছিলেন, তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মানরাজ শাহ, রোমান আহমেদ তুষা প্রমুখ।