দুপুর ১২:২৯,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে পল্লীতে বিরল প্রজাতির লজ্জবতী বানর!

স্টাফ রিপোর্টার (তাহিরপুর) : :
সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামবাসীর জালে ধরা পড়লো বিরল প্রজাতির লজ্জবতী বানর । ধূসর বা ছাই রঙের লজ্জাবতী বানরটি লম্বায় প্রায় ১২ থেকে ১৭ ইঞ্চি হবে। লোমে ঢাকা তার সারা গা। এমন প্রাণী এর আগে কেউ দেখেননি বলেও জানান কামড়াবন্দ গ্রামের বাসিন্দা জাকির হোসেন।
কামড়াবন্দ গ্রামের জাকির হোসেন জানান, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বাদাঘাট উ. ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির বেল গাছে প্রাণীটিকে দেখতে পায় গ্রামবাসী। পরে গ্রামের কয়েকজন মিলে প্রাণিটিকে বেল গাছের ডাল থেকে আটক করে খাঁচার মধ্যে ভরে রাখে। বিরল প্রজাতির বানরটি আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রাণিটিকে এক নজর দেখার জন্য ভিড় করছে। প্রাণীটি কলা খায়, নড়েচড়ে কম এবং মানুষকে আকড়ে ধরার চেষ্টা করে।
বণ্যপ্রাণী আটকের বিষয়টি জানার পর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্যপ্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।