বিকাল ৪:২৪,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল বিতরণ

তাহিরপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ব্যক্তিদের প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মানবিক সহায়তার বরাদ্ধের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও ট্যাগ অফিসার বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০জনের মধ্যে ১০কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় চালের সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলমের ব্যাক্তিগত তহবিল থেকে ১কেজি করে মসুর ডাল ও ১ কেজি আলু বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, উপজেলা ট্যাগ অফিসার বিপ্লব সরকার, ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, হাসান মিয়া, আবুল কালাম, নুরুল আমীন, জম্মত আলী, আলী হোসেন, সুধাংশু দাস, আব্দুল আলীম, সখিনা বেগম, মিনারা বেগম, ইউনিয়ন পরিষদ সচিব ভূপতি ভূষণ দাস, বদিউজ্জামান, সিরাজ মিয়া, উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রমুখ।