রাত ১০:২০,   রবিবার,   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার :
ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে ভারতের বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশী নাগরিক মারা গিয়েছেন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম। নিহত জুয়েল মিয়া তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানাযায়, ভারতের পাহাড়ি ঢল ও সুনামগঞ্জের টানা বৃষ্টিপাতে কারণে সাধারণ মানুষের পাশাপাশি গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়। শনিবার বিকেলে নিহত জুয়েল মিয়া ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে বের হয়। সে ডালপালা সংগ্রহ করতে গিয়ে আন্তজার্তিক সিমারেখা অতিক্রম করে প্রায় ভারতের ১০০ গজ ভিতরে প্রবেশ করতে ভারতের বিএসএফ তাকে দেখে গুলি চালালে তার পেটে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাত ৯ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সুনামগঞ্জের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বলেন, যাদুকাটা নদীতে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে সে আন্তজার্তিক সীমান্ত রেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় এ ঘটনাটি ঘটেছে। আমি শুনেছি গুলিটি তার পেটে লেগেছে এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতে মৃত্যুবরণ করেছে।