দুপুর ২:০৬,   মঙ্গলবার,   ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

তুচ্ছ কথাকাটাকাটির জের ধরে হামলায় আহত ৭

স্টাফ রিপোর্টার:
বিশম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের বাগবেড় বাজারে কথাকাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটেছে।
গত ২৮ মার্চ রতার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণ টিকা দেয়ার সময় লাইনে দাড়ানো নিয়ে আতিকুল ইসলামের সাথে কথাকাটাকাটি হয় রতারগাঁও গ্রামের রাব্বির।
এরই জের ধরে গত শুক্রবার সন্ধায় পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে রাব্বী ও তার সাথে থাকা আজিজুর, জমির, আল আমিন, সাইফুল, আল আমিন (২) শফিক, কাদির, হাবিবুর, বাবলু মিয়া, সাগর, আমির হোসেন,ফয়সাল হামলা করে। এরা অনেকেই কিশোর গ্যাং এর সাথে জড়িত বলে জানা গেছে।

অর্তকিত হামলায় গুরুত্ব ভাবে আহত হয়েছেন বাগবেড় গ্রামের মামুন মিয়া (১৪), মাথায় আঘাত প্রাপ্ত হয় হাসপালে ভর্তি রয়েছে আতিকুল ইসলাম, হারুন, দেলোয়ার, আলিম উদ্দিন, আব্দুল করিম, নূরুল আমিন।


আহতরা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত ব্যাক্তির ফুফুত ভাই সোহরাব হোসেন বলেন, তুচ্ছ কথাকাটাকাটিকে কেন্দ্র করে এই মারামারি ঘটনা ঘটেছে। হঠাৎ করে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে রাব্বি ও তার সাথের ছেলেরা আমার ভাইদের উপর হামলা করেছে। আমি এদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিবও।