সন্ধ্যা ৭:১৭,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


দিরাই প্রতিনিধি :
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা জামে মসজিদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি।
এ-উপলক্ষ্যে বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘মৎস্য সেক্টরে বর্তমান সরকারের সাফল্য ও অগ্রগতি’ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ড. জয়া সেনগুপ্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার প্রমুখ।