রাত ২:২৯,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে ৮ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও অনিয়মের দায়ে ৮ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে দিরাই পৌর শহরের দিরাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ এই অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই থানার ওসি কে এম নজরুল, স্যানেটারী ইন্সপেক্টর মঙ্গল চন্দ্র রায়, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, সাঁট লিপিকার স্বপন কান্তি দাস প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জানান, অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রয় করা দায়ে নারায়ন দাস, আব্দুল বাতেন, অমল রায়কে ৫ হাজার টাকা করে, মূল্য তালিকা না থাকা ও প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে রতি কান্ত দাস ও পুলক দাসকে ২ হাজার টাকা করে, অপরিচ্ছন্নতা দায়ে রেস্টুরেন্ট মালিক জুয়েল চৌধুরীকে ৫ হাজার টাকা, এমরান সরদারকে ১ হাজার টাকা ও পণ্যের গায়ে মূল্য লিখা না থাকায় বেকারি মালিক নাজমুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।