দুপুর ১২:৪৬,   মঙ্গলবার,   ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ।
তিনি বলেন, শুধুমাত্র জরুরী বিভাগে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে, হাসপাতাল জীবাণু মুক্তকরণের পূর্ব পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক ও ২ জন নার্সের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং স্টাফ উনাদের সংস্পর্শে ছিলেন, তাই সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশমতে হাসপাতালের জরুরি বিভাগ ব্যতিত অন্যসব কার্যক্রম স্থগিত করা হয়েছে। হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তারা হোম কোয়ারেন্টাইনে আছেন।