রাত ২:২০,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাই-শাল্লার কৃষকের পাশে ছাত্রদল

দিরাই প্রতিনিধি :

করোনা পরিস্থিতি কারণে হাওরের পাকা ধান নিয়ে শ্রমিক সংকটে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার ছাত্রদল নেতাকর্মীরা। গরীব ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন তারা ।
শুক্রবার সকাল থেকে দিরাই পৌর সদরের আনোয়ারপুর হাওরে গরীব কৃষক শামসুল ইসলামের ১ কেদার জমির পাকা ধান কাটার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। কৃষকদের ধান গোলায় উঠার আগ পর্যন্ত কৃষকদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান ছাত্রদল নেতারা।
ধান কাটতে আসা দিরাই উপ‌জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহ আলম ব‌লেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক তারেক রহমানের নির্দেশে ও দিরাই শাল্লার সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরীর আহবানে সাড়া দিয়ে শ্রমিক সংকট বিপদগ্রস্থ হাওরের কৃষকের পাশে দাঁড়িয়েছে দিরাই শাল্লা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ আমরা একজন কৃষকের ধান কাটার পর কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছি।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. জুনাইদ মিয়া বলেন,”করোনা ভাইরাসের কারণে আমরা সকলেই সংকটময় সময় পাড় করছি। বিশেষ করে হাওরপাড়ের কৃষকরা শ্রমিকের অভাবে তাদের মাঠের সোনালী ফসল নিয়ে বিপাকে পড়েছেন। এমন সংক‌টেই য‌দি সাধারন মানু‌ষের পা‌শে দাঁড়া‌তে না পা‌রি তাহ‌লে আমা‌দে‌র রাজনীতি অর্থহীন। অন্যদের মধ্যে ধান কাটায় অংশ নেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টি এম ফফখরুল, এস আর সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সায়েম, দিরাই পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুর আহমদ তালুকদার, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ শরীফ রব্বানী, সাবেক যুগ্ম আহ্বায়ক বিলাল আহমেদ, শাহানুর রহমান, ছাত্রদল নেতা রাকিব আহমেদ।
এদিকে শাল্লায় উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক মোস্তফা মিয়ার ছায়ার হাওরের এক কেদার জমির পাকা ধান কেটে দেন শাল্লা ছাত্রদল নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, সদস্য মামুনুর রশিদ, সাবেক প্রচার সম্পাদক আমজাত হোসেন ইমন, সদস্য আমজাত হোসেন বাবু, আমির হামজা, মুহাম্মদ রাহাতুল, লিংকন মিয়া, ওয়ার্ড কৃষকদল সভাপতি কানু মিয়া।
নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরীব চাষিদের পাকা ধান কেটে দেওয়ার এই উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তারা।