রাত ১০:৪৮,   মঙ্গলবার,   ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে মেয়ের পর করোনায় আক্রান্ত হলেন বাবা-ভাই

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত কিশোরীর (২০) বাবা (৫৫) ও চাচাতো ভাই (১৬) এবার করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ২ জনেরই বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের টাইলা গ্রামে। 
জানাযায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেই কিশোরীকে আইসোলেশনে নেওয়া হলে তার পরিবারের ১০ জন সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ল্যাবে পাঠানো হলে সোমবার রাতে কিশোরীর বাবা ও চাচাতো ভাইয়ের রিপোর্টে করোনা পজিটিভ আসে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত সেই কিশোরীর বাবা ও চাচাতো ভাইয়ের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। আমরা নতুন আক্রান্তদের সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠিয়েছি। আক্রান্ত কিশোরী ও আইসোলেশনে ভর্তি রয়েছেন। 
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার পশ্চিম বীরগাঁওর টাইলা গ্রামে ২০ বছরের ওই কিশোরী প্রথম করোনা আক্রান্ত হন এবং শুক্রবার পুর্ব পাগলার চিকারকান্দি গ্রামের ২৩ বছরের আরও এক যুবক করোনা আক্রান্ত হন। এ নিয়ে ওই উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন।