ভোর ৫:২৪,   শুক্রবার,   ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় পোনামাছ অবমুক্ত


ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার টগার হাওরে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, মৎস্য অফিসের অফিস সহকারী মুত্তুর্জা আলী প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদ পুকুর, ধর্মপাশা থানা পুকুরেও পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এই তিনটি স্থানে মোট ২৮২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।