রাত ৮:৩৩,   শনিবার,   ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঁধের কাজে গাফিলতি: পিআইসি সভাপতি আটক

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সুনামগঞ্জের দিরাইয়ে হাওররক্ষা বাঁধের কাজে গাফিলতির দায়ে এক পিআইসি সভাপতিকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তি উপজেলার নাচনী গ্রামের মৃত তাহের মিয়ার পুত্র রিয়াজ উদ্দিন। সে বরাম হাওর উপ-প্রকল্পের পিআইসি নং- ৪৩ (ক) সভাপতি।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ নির্দেশে তাকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে মুক্ত হন রিয়াজ উদ্দিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পিআইসি সভাপতি রিয়াজ উদ্দিন কাজ করার ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করেনি। বারবার সতর্ক করার পরও বাঁধের গোড়া থেকে মাটি কাটছিল। এজন্য তাকে আটক করা হয়। সঠিকভাবে কাজ সম্পন্ন করার শর্ত সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে এমন হলে সরাসরি জেলে দেওয়া হবে।