রাত ১:২২,   শনিবার,   ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মাতৃস্নেহে নেতাকর্মী ও দেশের মানুষের পাশে ছিলেন বঙ্গমাতা : এমপি মানিক

নিউজ ডেস্ক :
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বাংলাদেশ নামে একটি দেশ প্রতিষ্ঠার জন্য, একটি জাতি গড়ে তোলার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংগ্রাম, তাতে প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
তিনি বলেন, বঙ্গবন্ধু’র শক্তি আর প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। একদিকে যেমন জাতির জনকের সহধর্মিণী হয়ে তাকে সাহস যুগিয়েছেন, তেমনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পুরো পরিবারের দায়িত্বভারও পালন করেছেন পরম মমতায়। তেমনি মাতৃস্নেহে আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের মানুষের পাশে ছিলেন তিনি।
শনিবার (৮ আগস্ট) সকালে ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দে, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, আওলাদ হোসেন, আখলাকুর রহমান, বিল্লাল আহমদ, সাইফুল ইসলাম, আবুল হাসনাত, মুজাহিদ আলী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, আইসিটি অ্যাম্বাসেডর মাষ্টার কবিরুল ইসলাম, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।