রাত ৪:২০,   সোমবার,   ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মেয়র মনাফের জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফকে সর্বস্তরের হাজার হাজার মানুষ চোখের জলে শেষ বিদায় জানালেন। মরহুম মেয়রের নামাজে জানাযা শুক্রবার বিকেল ৩টায় জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে সম্পন্ন হয়েছে।
জানাজায় বিভিন্ন দলের ব্যক্তিবর্গ আলেম উলামা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে হাফেজ সুয়েব আহমদ।
জানাজা শেষে মহান আল্লাহপাকের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্টি আলেমেদ্বীন মাওলানা হাবিবুর রহমান।
জানাজার পূর্বে উপজেলা বিএনপি সহসভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন ও হলিয়ারপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজের পরিচালনায় মরহুম মেয়র হাজী আব্দুল মনাফের কর্ম জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, এডভোকেট শফিকুল আলম, এডভোকেট খাইরুল কবির রুমেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মল্লিক মঈনউদ্দিন সুহেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, লেঃ কর্নেল (অব) সৈয়দ আলী আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আকমল হোসেন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি মুক্তিযুদ্ধা এম এ মালেক খান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ আক্তার হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বকত, পাটলী ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম, আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আমেরিকা প্রবাসী আব্দুস শহীদ ইবরাহিম, জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, মরহুম মেয়রের বড় ছেলে সেলিম আহমদ, বিট্রিশ বাংলা এডুকেশন ট্টাষ্টের সাবেক ট্রেজারার আব্দুস শহীদ, মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আজিজুর রহমান, বিএনপি নেতা হারুনুর জ্জামান, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক, কাউন্সিলর দেলোয়ার হোসন, পৌর সভার মোঃ মোবারক হোসেন, জেলা পরিষদের সদস্য সৈয়দ সাবির মিয়া, উপজেলা যুবলীগ নেতা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার স্থানীয় সময় রাত ১০টায় লন্ডনের একটি হাসপাতালে ২য় বার নির্বাচিত মেয়র হাজী আব্দুল মনাফ ইন্তেকাল করেন।