সকাল ১১:৩৬,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রাতের আধারে খাবার নিয়ে মানুষের পাশে সুনামগঞ্জ সদর থানার ওসি

স্টাফ রিপোর্টার :
সারাবিশ্ব এখন থমকে গেছে করোনা আতঙ্কে । বাংলাদেশেও যখন করোনা ভাইরাসের কারণে অনেক স্থানে জনজীবন স্থবির। তখন অসহায় নিরীহ শ্রমিকদের পরিবার ও কর্মহীন পরিবারের মাঝে চলছে হাহাকার । সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন পর্যায়েও ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। অসহায়দের পাশে দাড়াতে পিছিয়ে নেই সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় বর্তমান পরিস্থিতিতে যারা কারো কাছে মুখ দিয়ে কোন কিছু বলতে পারছেন না, মধ্যবিত্ত লোকজনদের খুজে বের করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান।
রাতের আধাঁরে মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত থাকেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাঞ্জুর মোর্শেদ শাহীন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, করোনাভাইরাসে সরকারের দেওয়া ছুটিতে কষ্টে দিন কাটাচ্ছে মধ্যবিত্তরা। যারা সবাইকে এসে বলতে পারবে না , তাই আমি নিজ উদ্যোগে তাদের খোঁজে খাবার সামগ্রী পৌছে দিচ্ছি বা নিয়ে যাচ্ছি। এগুলো কোন ত্রাণ নয় এগুলো উপহার।