রাত ৯:২২,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সদর হাসপাতালের সপ্তম তলায় মল, ‘যেন দেখার কেউ নেই’


স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর হাসপাতালের সপ্তম তলায় উদ্বোধনের একদিনের মাথায় মল পড়ে থাকার অভিযোগ উঠেছে। হাসপাতালের আবর্জনা পরিস্কার করার জন্য পরিছন্ন কর্মী থাকলেও তারা যেন দায় সাড়া ভাবে দায়িত্ব পালন করেন। পরিছন্ন কর্মীরা ঠিকমত পরিস্কার করেন না বলে অভিযোগ রয়েছে।
হাসপাতালের ভর্তি এক রোগীর স্বজন এর প্রতিবাদ করলেও তেমন কোনও প্রতিকার পাননি ঐ সকল ভুক্তভোগী রোগী ও স্বজনরা।
এ ব্যাপারে ব্যবসায়ী সাজ্জাদুর রহমান পলিন বলেন, হাসপাতালের ৭তলার নতুন কেবিন ব্লকের লিফটের এ্যপ্রোচের সামনে মল পড়ে ছিল। মলের বিশ্রী গন্ধে মানুষ লিফট থেকে নেমেই পড়ছেন বিপাকে।
সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, আমি বিষয়টি দেখছি, এরকম হওয়ার কথা না।