সকাল ১০:৩৫,   বুধবার,   ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সরকারি নির্দেশ অমান্য, জগন্নাথপুরে ৮ দোকানকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি :
সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৮ দোকানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সৈয়দপুর বাজারের শপিং কমপ্লেক্সের ৮ টি দোকানে অভিযান চালিয়ে এসব দোকানকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত
এর আগে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে সৈয়দপুর বাজারে প্রচার-প্রচারণা চালানো হয়।
এ সময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও পরিষ্কার পরিছন্ন থাকতে আহবান করা হয়। এছাড়া মাস্ক ও সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে আমরা প্রতিদিন বাজার মনিটরিং করছি। পাশাপাশি যারাই সামাজিক দূরত্ব মানছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে।