সকাল ৮:২৫,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে চার বছরের শিশুসহ করোনায় আক্রান্ত আরও ৬ জন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে ৪ বছরের শিশুসহ করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। বুধবার রাতে নতুন করে আক্রান্তদের বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, বুধবার (৩ জুন) সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে এর মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, যার মধ্যে একজন ৪ বছরের শিশু, জগন্নাথপুর উপজেলায় ২ জন এবং দোয়ারাবাজার উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বুধবারের রিপোর্টে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, গেল ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপরেই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসন।