রাত ৪:২৯,   শুক্রবার,   ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম

স্টাফ রিপোর্টার :
বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম চালিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা। শুক্রবার সকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজারে এ মনিটরিং কার্যক্রম চালান তিনি।
এসময় তিনি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখে দাম পর্যবেক্ষণ করেন, দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখার নির্দেশনা দেন।
এদিকে সহকারি কমিশনার(সদর, ভূমি) আরফি আদনান শহরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং করেন। তিনি দ্রব্যমূল্যের দাম ঝাছাই-বাচাই করেন।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, নীলপুর বাজার মনিটরিং করার সময় দোকানিদের ক্রয়-বিক্রয়ের রশিদ দেখে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক পেয়েছি। দোকানিরা দাম যাতে বেশি না রাখে সে নির্দেশনা দেয়া হয়েছে।