বিকাল ৪:২০,   রবিবার,   ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিছবাহ্, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব নাদের বখ্‌ত প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, টেক্সটাইল ইন্সটিটিউট হচ্ছে। যার সকল অবদান মাননীয় প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হাওর এলাকার উন্নয়নে আন্তরিক।