সকাল ১০:৩১,   রবিবার,   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সদরে করোনা : নতুন আক্রান্ত ১৩ জন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলার ১১ টি উপজেলার মধ্যে সুনামগঞ্জ সদর প্রতিদিন পাওয়া যাচ্ছে নতুন নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃস্পতিবার রাতেও আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
জানাযায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে সুনামগঞ্জের ১৭ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলারই ১৩ জন। তাদের মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বর এলাকার ৪ জন, নবীনগর এলাকার ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতাল রোড এলাকার ২ জন, বিলপাড় এলাকার একজন, ধুপাখালি এলাকার একজন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ এলাকার একজন, নতুন পাড়া এলাকার একজন এবং ইসলামী ব্যাংকের একজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জের দিরাই উপজেলায়ও ৪ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে সুনামগঞ্জ সদর উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন এবং বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮৩ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে বৃহস্পতিবার করোনায় শনাক্ত হয়েছেন ১৭ জন যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় রয়েছেন ১৩ জন। আমরা তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করবো।