রাত ৯:২৮,   শুক্রবার,   ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগ‌ঞ্জ শহরে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদাল‌তের জ‌রিমানা

স্টাফ রি‌পোর্টার :
সুনামগঞ্জ শহ‌রে ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধে মাস্ক ব্যবহার না করায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রেছে ভ্রাম্যমান আদালত।
ব‌ুধবার শহ‌রের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানায়, শহরের পৌর এলাকার বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার করে ৮টি মামলায় ৫৫০০টাকা টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত সাধারণ মানুষ‌কে ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধে মাস্ক ব্যবহা‌রের অনু‌রোধ জানান এবং মাস্ক বিতরণ ক‌রেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সম্রাট হোসেন, জহিরুল আলম ও মো: রিফাতুল হক।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।