রাত ৪:১৯,   বৃহস্পতিবার,   ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিকেল সাড়ে ৫টার পর শুধু ওষুধের দোকান খোলা থাকবে

স্টাফ রিপোর্টার :
আজ রোববার (৫ এপ্রিল) থেকে বিকেল সাড়ে ৫টার পর সুনামগঞ্জে খোলা থাকবে কেবল ওষুধের দোকান। এ ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এর আগে ওষুধের দোকানে সাথে উন্মুক্ত ছিলো নিত্যপণ্যের দোকানও। এতে ক্রমান্বয়ে বাজারে বাড়ছিল লোকসমাগম। লোকসমাগম ঠেকাতেই এ নির্দেশনা।
এবার সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকছে কেবল নিত্যপণ্য, সার-বীজ ও কীটনাশকের দোকান।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা থাকা সত্ত্বেও কেউ কেউ অপ্রয়োজনে বাহিরে বের হচ্ছেন, ভিড় করছেন দোকানপাটে। সামাজিক দূরত্ব বজার রাখতে আজ থেকে বিকেল সাড়ে ৫টার পর ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাঠ বন্ধ থাকবে। এর আগ পর্যন্ত খোলা থাকবে কেবল নিত্যপণ্য, সার-বীজ ও কীটনাশকের দোকান। একই সঙ্গে পূর্বঘোষণা অনুযায়ী স্থানীয় বাজার ও সাপ্তাহিক বিকাল সাড়ে ৫টার পর বন্ধ থাকবে।